সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ পাঁচজন গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি 

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ পাঁচজন গ্রেপ্তার 

বগুড়ার আদমদীঘিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা ও এন.আই আ্যাাক্ট মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের গোলজার রহমানের স্ত্রী ছালমা খাতুন, একই গ্রামের আছলাম আলীর স্ত্রী আমেনা বেগম, করজবাড়ি গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী বুদুন বেগম ও ছাতনী গ্রামের কলিম উদ্দিনের ছেলে হামিদুর রহমানকে এনআই অ্যাক্ট মামলায় এবং কোমারপুর গ্রামের ছামছুল খন্দকারের ছেলে দুলু খন্দকারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (১৫ এপ্রিল) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান।

টিএইচ